স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ আগস্ট : অজানা রোগে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর ঘটনায় ভবানীপুর এলাকায় সৃষ্টি হয়েছে আতঙ্ক। জানা যায়, এলাকার বাসিন্দা সুমন দাসের সাড়ে চার বছরের শিশু কন্যা জয়শ্রী দাস গত রবিবার অসুস্থ হয়ে পড়ে। শিশুটিকে নিহার নগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে তার পরিবার।
হাসপাতালে দুই দিন চিকিৎসার পরেও শিশুকন্যার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় নিহার নগর হাসপাতালের চিকিৎসক মঙ্গলবার সকালে বিলোনীয়া মহকুমা হাসপাতালে রেফার করা হয়। হাসপাতালে আসার পথে শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে। বিলোনীয়া হাসপাতালে নিয়ে আসার পর কর্তৃব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষনা করে। সন্তানের মৃত্যুর খবর শুনতেই শিশুর মা বাবা, আত্মীয় স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়ে। বর্তমানে ম্যালেরিয়ার প্রাদুর্ভাব চলছে। ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু হয়েছে কিনা তা নিয়ে আতঙ্কে আছে এলাকাবাসী।