Friday, January 24, 2025
বাড়িরাজ্য৮৭ কেজি শুকনো গাঁজা সহ আটক ১

৮৭ কেজি শুকনো গাঁজা সহ আটক ১

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ আগস্ট : সোমবার রাতে এয়ারপোর্ট থানার পুলিশ ভাগলপুর উত্তর বাগাদি এলাকার বাসিন্দা প্রীতম বিশ্বাসের বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি অভিযান চালায়। এই তল্লাসি অভিযানে উদ্ধার হয় প্রায় ৮৭ কেজি শুকনো গাঁজা। গ্রেপ্তার করা হয় প্রীতম বিশ্বাসকে। তার বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিশ।

এসডিপিও এনসিসি পারমিতা পাণ্ডে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান সোমবার রাতে পুলিশের নিকট গোপন সংবাদ আসে প্রিতম বিশ্বাসের বাড়িতে বেশকিছু গাঁজা মজুত রয়েছে। দ্রুত অভিযান না চালালে এই গাঁজা অন্যত্র সরিয়ে নেওয়া হতে পারে। এই সংবাদের ভিত্তিতে পুলিশ গভীর রাতে প্রীতম বিশ্বাসের বাড়ি ঘেরাও করে তল্লাশি অভিযান চালায়। এই তল্লাসি অভিযানে ৮৭ কেজি শুকনো গাঁজা উদ্ধার হয়। একই সাথে গ্রেপ্তার করা হয়েছে প্রীতম বিশ্বাসকে। মঙ্গলবার পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে ধৃত প্রীতম বিশ্বাসকে আদালতে সোপর্দ করে পুলিশ। উদ্ধার হওয়া গাঁজার বাজার মূল্য আনুমানিক ৫ লক্ষ টাকা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য