Saturday, September 30, 2023
বাড়িরাজ্যবাম যুবদের শহীদান দিবস

বাম যুবদের শহীদান দিবস

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ আগস্ট : মঙ্গলবার ছাত্র-যুব ভবনে শহীদান দিবসের আয়োজন করা হয়। বাম যুব সংগঠন ডি ওয়াই এফ আই এবং টি ওয়াই এফ -এর যৌথ উদ্যোগে তাদের পরিভাষায় শহীদ দিলীপ, অরুণ, অরবিন্দ, সুমিত্রা এবং রাজ্যেশ্বরী প্রতি পুষ্পাঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত ডি ওয়াই এফ আই রাজ্য সম্পাদক নবারুণ দেব বলেন, ১৯৬৬-৬৭ সালে রাজ্যে খাদ্য সংকট তৈরি হয়েছিল।

 ভয়ংকর পরিস্থিতিতে তৎকালীন সময়ে বিভিন্ন বিষয়ে নিয়ে আন্দোলনে নামে মানুষ। তখন আন্দোলনের সময় আগরতলা শহরে পুলিশের নির্বিচারে গুলিতে তিনজন ছাত্র দীলিপ, অরুণ, অরবিন্দ শহীদ হয়। পরবর্তী সময় ১৯৯০ সালে জোট সরকারের আমলে শান্তি বাজার দেবদারুতে যুব আন্দোলনের অন্যতম দুই নেতৃত্ব সমিত্র সিনহা এবং রাজ্যেশ্বর সিনহাকে নিশংসভাবে হত্যা করা হয়। তাই আজকের দিনে এই শহীদ দিবস উদযাপন করে তাদের স্মরণ করা হচ্ছে বলে জানান নবারুণ দেব। তিনি আরো বলেন বর্তমান সরকারের আমলে যে নৈরাজ্য সৃষ্টি হয়ে আছে তার বিরুদ্ধে আগামী দিন ছাত্র যুবরা বৃহত্তর আন্দোলনে নামবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য