Wednesday, January 15, 2025
বাড়িরাজ্যউপনির্বাচনে ভোট প্রচারে ঝড় তুললেন মুখ্যমন্ত্রী

উপনির্বাচনে ভোট প্রচারে ঝড় তুললেন মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ আগস্ট :  নির্বাচনী প্রচার শেষ হতে আর মাত্র হাতে গোনা পাচদিন। সোমবার ভোট প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা ঝড় তুললেন বক্সনগরে। এদিন ২০ বক্সনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তোফাজ্জল হোসেনের সমর্থনে আড়ালিয়া, সোনামুড়া নগর, মতিনগর এবং কমলনগরে ভোট প্রচারে ঝড় তুললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদিন প্রথমে মুখ্যমন্ত্রী বক্সনগর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় পদযাত্রা সংগঠিত করেন। এই পদযাত্রায় মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন বিজেপি প্রার্থী তফাজ্জল হোসেন, বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, বিজেপি নেতা সুবল ভৌমিক সহ অন্যান্যরা।

 পদযাত্রা শেষে মুখ্যমন্ত্রী সোনামুড়া টাউন মসজিদ সংলগ্ন বাজার শেডে বক্সনগর বিধানসভার অন্তর্গত সোনামুড়া নগর পঞ্চায়েতের যথাক্রমে ৯,১০, ১১ ও ১২ নং ওয়ার্ডের কার্যকরতাদের নিয়ে সাংগঠনিক বৈঠক করেন। এই বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সকলের প্রতি আহ্বান জানান বর্তমান সরকারের উপর আস্তা রাখার জন্য। মুখ্যমন্ত্রী আরও বলেন তোফাজ্জল হোসেন একজন ব্যক্তি। সে বিজেপি দলের প্রতিনিধি। বক্সনগরের উন্নয়নের জন্য বিজেপি প্রার্থী তোফাজ্জল হোসেনকে ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। তোফাজ্জল হোসেন নির্বাচনে জয়ী হলে বিধানসভায় যাবে। এইটা একটা বড় বিষয়। তোফাজ্জল হোসেনকে ভোট দিলে ত্রিপুরা সরকার ও প্রধানমন্ত্রীর হাত শক্তিশালি হবে। মুখ্যমন্ত্রী এইদিন পূর্বতন সরকারের সমালোচনা করতে গিয়ে বলেন বক্সনগর, ধনপুরের মানুষ খুন আর সন্ত্রাসের রাজনীতি এতদিন ধরে দেখে এসেছে।

বর্তমান সরকারের সময় কোন ধরনের উশৃঙ্খলা ও সন্ত্রাস বরদাস্ত করা হবে না। ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে কোন ধরনের সন্ত্রাসের ঘটনা ঘটে নি। শান্তি-শৃঙ্খলা বজায় রেখে নির্বাচন সম্পন্ন হয়েছে। বিরোধী দলের কর্মী সমর্থকরা বিভিন্ন জায়গায় অশান্তি ছড়ানোর চেষ্টা করেছে। কিন্তু তারা ব্যর্থ হয়েছে। এই উপনির্বাচনকে সামনে রেখে বর্তমানে বিরোধী দলের নেতৃত্বরা আগে থেকে অপপ্রচার শুরু করেছে। কংগ্রেস, সিপিআইএম, তিপ্রা মথা তিন দল একজোট হয়েছে। সাংগঠনিক সভা শেষে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ছুটে যান সোনামুড়া টাউন মাদ্রাসার ছাত্র ছাত্রীদের সঙ্গে দেখা করার জন্য। মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের সঙ্গে দেখা করে তাদের সাথে কথা বলেন। তারপর মুখ্যমন্ত্রী চলে যান মতিনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সুলতান মিয়ার বাড়িতে। সেখানে উঠান সভা করেন। উঠান সভা শেষে মুখ্যমন্ত্রী কমলনগর কমিউনিটি হলে মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের এক সভায় অংশগ্রহণ করেন। সব মিলিয়ে এইদিন বক্সনগর বিধানসভা এলাকায় ভোট প্রচারে ঝড় তুলেন মুখ্যমন্ত্রী।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য