Friday, September 13, 2024
বাড়িরাজ্যদুর্বৃত্তদের হাতে আক্রান্ত স্যন্দন পত্রিকার কর্মী

দুর্বৃত্তদের হাতে আক্রান্ত স্যন্দন পত্রিকার কর্মী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ আগস্ট : দুর্বৃত্তদের হাতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন স্যন্দন পত্রিকার সার্কুলেশনের কর্মী প্রদীপ সরকার। প্রতিদিনের মতো সোমবার তিনি অফিস থেকে বাড়ি ফেরার পথে দুপুরবেলা ইন্দ্রনগর স্থিত মাস্টারদা সূর্যসেন পাড়া এলাকায় আসতেই দুর্বৃত্তরা প্রদীপ সরকারের উপর আক্রমণ চালায়।

বেধড়ক মারধর করার সময় আশেপাশে লোকজনেরা দেখতে পেয়ে খবর দেয় বাড়ির লোকজনদের। বাড়ির লোকজনেরা ছুটে এসে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নিয়ে যায় জিবি হাসপাতালে। বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। আহত প্রদীপ সরকারের মেয়ের অভিযোগ ৫ থেকে ৬ জন দুর্বৃত্ত এদিন আক্রমণ করেছে তার বাবার উপর। এবং সমস্ত টাকা পয়সা লুট করে নিয়ে যায়। এর মধ্যে দুজনকে সে শনাক্ত করতে পেরেছে।

একজন হল রতন সরকার এবং অপরজন শিবু সরকার। অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশের কাছে মামলা দায়ের করেছে বলে জানান প্রদীপ সরকারের মেয়ে। তিনি আরো জানান দুর্বৃত্তরা তার বাবাকে এবং গোটা পরিবারকে হুমকি দিয়েছিল। সোমবার দুপুরে সেই হুমকি পর এই ঘটনার সংগঠিত করে বলে অভিযোগ। সে তার বাবার সুষ্ঠু তদন্ত চায়। এবং সে জানায় গোটা ঘটনাটি সিসি ক্যামেরা নিচে হয়েছে। পুলিশ সিসি ক্যামেরা রেকর্ড ভালো করে দেখলে বাকি অভিযুক্তদের সহ সকলকে জালে তুলতে পারবে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য