স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ আগস্ট। রানীরবাজার থানার অন্তর্গত কড়ুইমুরা এলাকায় ঝুমা দেবনাথ হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত হওয়া তিন আসামীর দশ বছরের সশ্রম কারাদণ্ডের সাজা ঘোষণা করল আদালত। সাজা প্রাপ্ত আসামিরা হল মৃতার স্বামী রতন দেবনাথ, শশুর মণীন্দ্র দেবনাথ ও শাশুড়ি মানদা দেবনাথ। ঘটনার বিবরণে জানা যায় বিয়ের পর থেকে ঝুমা দেবনাথকে পণের জন্য শারীরিক ও মানসিক নির্যাতন চালাতো স্বামী সহ শ্বশুর শাশুড়ি।
এক প্রকার বাধ্য হয়েছে ২০১৪ সালের ২৫ মার্চ গভীর রাতে ঝুমা দেবনাথ স্বামীর বাড়িতে ফাঁসিতে আত্মহত্যা করে। এই ঘটনার একদিন পূর্বেও ঝুমা দেবনাথকে মারধর করে স্বামী সহ শ্বশুর বাড়ির লোকজন। ঘটনার পর মৃতার বাপের বাড়ির লোকজন মৃতার স্বামী রতন দেবনাথ, শশুর মণীন্দ্র দেবনাথ ও শাশুড়ি মানদা দেবনাথের বিরুদ্ধে রানীরবাজার থানায় মামলা দায়ের করে। মামলার তদন্তকারি অফিসার তদন্ত শেষ করে আদালতে চার্জশিট জমা দেন। তারপর শুরু হয় বিচার প্রক্রিয়া। পশ্চিম জেলার অতিরিক্ত জেলা ও দায়রা আদালতে বিচার প্রক্রিয়া শেষে আদালত অভিযুক্ত তিন জনকে দোষী সাব্যস্ত করে। সোমবার বিচারক আসামিদের সাজা ঘোষণা করেন। এইদিন বিচারক তিন আসামিকে IPC 304B ধারায় ১০ বছরের সশ্রম কারাদণ্ডের সাজা ঘোষণা করেন। পাশাপাশি IPC 498A ধারায় আরও ৩ বছর সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও দুই মাসের সশ্রম কারাদণ্ডের ঘোষণা করেন। দুইটি সাজাই একসাথে চলবে বলে জানান সরকার পক্ষের আইনজীবী অরবিন্দ দেব।