স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ আগস্ট : ধর্ষণের অভিযোগে অভিযুক্ত দোষী সাব্যস্ত করল আদালত। আসামী স্বাস্থ্য দপ্তরের ইউডিসি ক্লার্ক উত্তম কুমার দেববর্মা। সোমবার আসামীর সাজা ঘোষণা করলেন পশ্চিম জেলার অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক। গত ২৫ আগস্ট উত্তম কুমার দেববর্মাকে দোষী সাব্যস্ত করে আদালত।
২০১৯ সালের ২৫ আগস্ট অভিযুক্ত বোধজংনগর থানা এলাকায় এক মহিলাকে ধর্ষণ করে। পরবর্তী সময় এই নিয়ে বোধজংনগর থানায় মামলা দায়ের হয়। মামলার তদন্তকারী অফিসার তদন্ত শেষ করে আদালতে চার্জশিট জমা দেন। তারপর শুরু হয় বিচার প্রক্রিয়া। বিচার প্রক্রিয়া শেষে ২৫ আগস্ট আদালত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে। সোমবার আসামীর সাজা ঘোষণা করেন বিচারক। এইদিন বিচারক আসামী উত্তম কুমার দেববর্মাকে ১০ বছরের সশ্রম কারাদন্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার টাকা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদন্ডের সাজা ঘোষণা করেন বলে জানান সরকারি আইনজীবী অরবিন্দ দেব।