Friday, December 1, 2023
বাড়িরাজ্যবিদ্যুতের ছোবলে প্রাণ হারালো অবলা প্রাণী

বিদ্যুতের ছোবলে প্রাণ হারালো অবলা প্রাণী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ আগস্ট : ধর্মনগর জেলা শাসকের অফিস চত্বরে চরম অবহেলার শিকার হয়ে বিদ্যুতিক ট্রান্সফরমারে ছোবলে প্রাণ গেল এক গাভীর। জেলাশাসক ও মহকুমা শাসক অফিস দুটি চালানোর জন্য যে শক্তিশালী ট্রান্সফর্মারটি রয়েছে, তার চারদিকে জঙ্গল, লতা গাছ মোড়ানো এবং ট্রান্সফরমারটি কোন ধরনের সুনির্দিষ্ট বেড়া ছাড়া রাখা হয়।

 যা কিছু বেড়ার মাধ্যমে ঢাকা রয়েছে তা না থাকার শামিল। অনায়াসে বেড়ার পাশ দিয়ে অবলা প্রানি ভেতরে প্রবেশ করে জঙ্গল লতা পাতা খাওয়ার জন্য। সোমবার দুপুর একটার নাগাদ একটি গরু লতাপাতা খাওয়ার জন্য প্রবেশ করে। তাতেই ঘটে এই ঘটনা। বিদ্যুৎ নিগমে খবর দেওয়া হলে সাথে সাথে সম্পূর্ণ বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হলেও গাভীটিকে বাঁচানো সম্ভব হয়নি। অবহেলার এক চূড়ান্ত নজিরের সাক্ষ্য হয়ে রয়েছে সোমবার জেলা শাসকের অফিস চত্বরে এই গাভীটির মৃত্যুতে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য