Sunday, September 8, 2024
বাড়িরাজ্যপেঁয়াজ কেন্দ্র খুলল প্রশাসন ও বাজার কমিটি

পেঁয়াজ কেন্দ্র খুলল প্রশাসন ও বাজার কমিটি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ আগস্ট : সরকার ও খাদ্য দপ্তর পিঁয়াজের মূল্য নিয়ন্ত্রনে রাখার চেষ্টা করলেও পিঁয়াজের মূল্য হ্রাসে ব্যর্থ। রাজধানীর বাজার গুলিতে পিঁয়াজের মূল্য ৪০-৫০ টাকা প্রতি কিলোতে বিক্রি হচ্ছে। বাজারে যথেষ্ট পরিমাণে পেঁয়াজ মজুত থাকা সত্ত্বেও পিঁয়াজের এই অগ্নি মূল্য। তাই এবার বাজারে পেঁয়াজ কেন্দ্র খুলে মূল্য নিয়ন্ত্রণে রাখার নাটক মঞ্চ তৈরি করেছে প্রশাসন। নাসিকের লাল পেঁয়াজ না হলেও সাদা পেঁয়াজ ৩৮ টাকা দর বেঁধে দিয়ে পেঁয়াজ কেন্দ্র খুলে চলেছে। রাজধানীর মহারাজগঞ্জ বাজারে খোলা হয় এই ধরনের পিয়াজ বিক্রয় কেন্দ্রের।

 সোমবার সরকার ও বটতলা বাজারের ব্যবসায়ীদের উদ্যোগে বটতলা বাজারে খোলা হয় ন্যায্য মূল্যে পিয়াজ বিক্রয় কেন্দ্র। উপস্থিত ছিলেন খাদ্য দপ্তরের অধিকর্তা নির্মল অধিকারি সহ অন্যান্য আধিকারিকরা। খাদ্য দপ্তরের অধিকর্তা নির্মল অধিকারি জানান মহারাজগঞ্জ বাজারের ন্যায় বটতলা বাজারেও ন্যায্য মূল্যে পিয়াজ বিক্রয় কেন্দ্রে প্রতি কেজি পেঁয়াজ ৩৮ টাকা করে বিক্রয় করা হবে। সহসাই দুর্গা চৌমুহনী বাজার ও লেইক চৌমুহনী বাজারে এই ধরনের পেঁয়াজ বিক্রয় কেন্দ্র খোলা হবে বলে জানান তিনি

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য