Monday, December 23, 2024
বাড়িরাজ্যগঙ্গা পূজায় পবিত্র হল কল্যাণসাগর

গঙ্গা পূজায় পবিত্র হল কল্যাণসাগর

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ আগস্ট :  দেড় মাস পূর্বে উদয়পুরের কল্যাণ সাগর থেকে উদ্ধার নর কঙ্কালের মাথা। সাধারণত কল্যাণ সাগরের জল মাতার বাড়িতে পূজার কাজে ব্যবহার করা হতো। কিন্তু কল্যাণ সাগর থেকে নর কঙ্কালের মাথা উদ্ধারের পর থেকে কল্যাণ সাগরের জল মাতার বাড়িতে পূজার কাজে ব্যবহার বন্ধ রাখা হয়। অবশেষে দীর্ঘ প্রায় ৪৫ দিন পর কল্যাণ সাগরের জল শুদ্ধ করার উদ্যোগ গ্রহণ করা হয়।

এইদিন গঙ্গা পূজা করা হয়। একই সাথে গোমতী নদী থেকে জল এনে কল্যাণ সাগরে ফেলা হয়। গঙ্গা পূজার কাজে যুক্ত এক পুরহিত জানান কল্যাণ সাগর থেকে নর কঙ্কালের মাথা উদ্ধারের ফলে কল্যাণ সাগরের জল অপবিত্র হয়ে যায়। ফলে এই জল মন্দিরে পূজার কাজে ব্যবহার করা হতো না। শনিবার বিশেষ পূজার মধ্যদিয়ে কল্যাণ সাগরের জল শুদ্ধ করা হয়েছে। এইদিন গোমতী নদী থেকে ১০৮ কলসী জল এনে কল্যাণ সাগরে ফেলা হয়েছে। এইদিন কল্যাণ সাগরের জল শুদ্ধ করার জন্য আয়োজিত বিশেষ পুজায় ভক্তদের ভিড় ছিল লক্ষ্যণীয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য