Thursday, September 19, 2024
বাড়িরাজ্যসড়ক অবরোধে শামিল স্কুল পড়ুয়ারা

সড়ক অবরোধে শামিল স্কুল পড়ুয়ারা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ আগস্ট : শিক্ষকের দাবিতে পথ অবরোধে শামিল হলো বাইখোড়া কুশারঘাট উচাইবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। তাদের অভিযোগ স্কুলে নেই পর্যাপ্ত পরিমাণে শিক্ষক। পড়াশোনায় ঘটছে ব্যাঘাত। তাই তারা মুহুরীপুর সড়ক অবরোধে শামিল হয়েছে শুক্রবার। এ বিষয়ে ছাত্রছাত্রীরা জানায়, আগামী মাসে পরীক্ষা, কিন্তু স্কুলে আসলে শুধুমাত্র নাম ডেকে ছেড়ে দেওয়া হচ্ছে।

 তাদের অভিযোগ স্কুলে দশটি ক্লাসের মধ্যে মাত্র সাত জন শিক্ষক রয়েছে। সকল শিক্ষক প্রতিনিয়ত আসন না স্কুলে। প্রাইমারি শিক্ষক রয়েছে মাত্র একজন। আগামী সেপ্টেম্বর মাসে পরীক্ষা হলেও তাদের কোন সিলেবাস শেষ হয়নি। এ বিষয়ে বহুবার যারা শিক্ষা অধিকর্তার অফিস থেকে যারা পরিদর্শনে এসেছে তাদের অবগত করা হয়েছে। কিন্তু সকলে আশ্বাস দিয়ে চলে গেছেন। তাই তাদের দাবি আগামী সোমবারের মধ্যে স্কুলে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক অন্যতা থেকে বদলি করে দায়িত্ব দেওয়ার।

 তবে স্কুলের হাল হাকিকাত কতটা আগামী দিনের পরিবর্তন হবে সেটাই এখন সবচেয়ে বড় বিষয়। না হলে অন্ধকারের দিকে এগোচ্ছে কচিকাঁচাদের ভবিষ্যৎ এমনটাই মনে করছে এদিন অবরোধে শামিল হওয়া অভিভাবকরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য