স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ আগস্ট : বক্সনগর কেন্দ্রের বিজেপি প্রার্থী তোফাজ্জল হোসেনের সমর্থনে শুক্রবার আড়ালিয়া এলাকায় পদযাত্রা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার সাথে ছিলেন বিধায়ক পিনাকী দাস চৌধুরী, জেলা সভাপতি দেবব্রত ভট্টাচার্য, বিজেপি নেতা মফস্বর আলী, সদ্য বিজেপিতে যোগদান করা প্রাক্তন মন্ত্রী বিল্লাল মিয়া সহ অন্যান্যরা।
বক্সনগর কেন্দ্রের বিজেপি প্রার্থী তোফাজ্জল হোসেনকে সাথে নিয়ে এইদিন মুখ্যমন্ত্রী আড়ালিয়া এলাকার বিভিন্ন অলিগলি পরিক্রমা করেন এবং সাধারণ মানুষের কাছ থেকে বিজেপি প্রার্থীর হয়ে আশীর্বাদ প্রার্থনা করেন। আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতের সামনে এসে শেষ হয় এইদিনের পদ যাত্রা। এক সাক্ষাৎকারে বিজেপি প্রার্থী তফাজ্জল হোসেন জানান বিজেপি কোন বিষয়কে হাল্কা ভাবে নিচ্ছে না। তাই উপনির্বাচনকে সামনে রেখে বক্সনগরে বারে বারে ছুটে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। দিল্লি থেকেও দলের নেতৃত্বরা প্রচারে আসছে বলে জানান তিনি। তিনি আরও জানান উপনির্বাচনে বক্সনগর কেন্দ্রে সিপিআইএম প্রার্থীর জামানত জব্ধ হবে।