Monday, September 16, 2024
বাড়িরাজ্যবাম যুব সংগঠনের বিক্ষোভ মিছিল শহরে

বাম যুব সংগঠনের বিক্ষোভ মিছিল শহরে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ আগস্ট : কাজ নেই বন্ধ সরকারি নিয়োগ। নেশায় ভাসছে রাজ্য। মুখ থুবড়ে পড়েছে স্বাস্থ্য ও বিদ্যুৎ পরিষেবা, এবং স্কুলগুলিতে চরম শিক্ষক সংকট সহ একাধিক অভিযোগ তুলে বাম যুব সংগঠন ডি ওয়াই এফ আই এবং টি ওয়াই এফ শুক্রবার আগরতলা শহরে এক বিক্ষোভ মিছিল সংঘটিত করে। মিছিলে নেতৃত্বে দেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেব।

তিনি বলেন, রাজ্যে সরকারি চাকরির দরজা সম্পন্ন ভাবে বন্ধ হয়ে গেছে। পরীক্ষা নিয়ে রেখেছে, কিন্তু চাকুরি দেওয়ার নাম নেই। ফলে দপ্তর গুলিতে শূন্যপদ তৈরি হয়ে আছে। নেশার রমরমা ক্রমশ বাড়ছে। অলিগলিতে নেশার সাম্রাজ্য তৈরি করেছে। এর দ্বারা ত্রিপুরাতে শেষ করার এক গভীর ষড়যন্ত্রে মেতেছে বিজেপি দল। এর বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলন সংঘটিত করা হচ্ছে বলে জানান তিনি। তিনি আরো বলেন রাজ্যের বিদ্যুৎ পরিষেবা, শিক্ষা এবং পানীয় জলসহ মানুষের মৌলিক অধিকার পুরোপুরিভাবে ভেঙে পড়েছে। তাই সরকারের ঘুম ভাঙ্গানোর জন্য আজকের এই মিছিল বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য