স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ আগস্ট : বর্তমান সরকার আদিবাসীদের কর্মসংস্থান সহ সার্বিক ক্ষেত্রে উদাসীন। এবং উন্নয়নের অর্থ এডিসির হাতে যাচ্ছে না। সরকার এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। এর বিরুদ্ধে আগামী দিন আদিবাসী কংগ্রেস পাহাড় ও দুর্গম এলাকায় আন্দোলন শুরু করবে। শুক্রবার প্রদেশ কংগ্রেস ভবনে আদিবাসী কংগ্রেসের বৈঠকের পর এই কথা জানেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা।
তিনি বলেন রাজ্যের আদিবাসীদের কিভাবে উন্নয়ন করা যায় এবং তাদের হাতে কিভাবে ক্ষমতা তুলে দেওয়া যায় সে বিষয় নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে। আগামী দিন কংগ্রেসের সংগঠন এ ডি সি এলাকায় মজবুত করে কিভাবে প্রতিনিধি করা যায় তা নিয়েও পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তিনি আরো জানান বৈঠক থেকে সভ্যপদ গ্রহণ করার জন্য আদিবাসী কংগ্রেসের পক্ষ থেকে স্পেশাল ড্রাইভ করা হবে। আগামী এক মাস চলবে এই সভ্যপদ সংগ্রহ। বৈঠকে এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন সহ অন্যান্য নেতৃত্ব।