স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ আগস্ট : নেশার টাকার জন্য টাকা চুরি করতে গিয়ে হাতেনাতে ধারা পড়ল উচ্চ শিক্ষিত যুবক। ঘটনা বুধবার সকালে গোলাঘাটি বাজার সংলগ্ন এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, গোলাঘাটি বাজার সংলগ্ন এলাকায় কানন সিং-এর দোকানের ক্যাশ বাক্স থেকে নগদ টাকা চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পরে এলাকারই এক উচ্চ শিক্ষিত যুবক।
পরে ধৃত যুবককে তুলে দেওয়া হয় টাকারজলা থানার পুলিশের হাতে। ধৃত যুবকের নাম টোটন দাস। ধৃত যুবক স্বীকার করে সে নেশার টাকার জন্য দোকান থেকে টাকা চুরি করেছিল। দোকান মালিক কানন সিং জানান তিনি দোকানে ছিলেন না। সেই সময় এই যুবক দকানের ক্যাশ বাক্স থেকে টাকা চুরি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন ওনার মেয়ে ও স্ত্রী এই যুবককে আটক করতে সক্ষম হয়।