স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ আগস্ট : নিজ বাড়িতে রহস্য জনক ভাবে মৃত্যু এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম আশিস রায়। বাড়ি রামনগর ১০ নং রোড এলাকায়। মৃত যুবকের কাকাতো ভাই সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান আশিস রায়ের বড় ভাই ও বৌদি বহিঃরাজ্যে রয়েছে। তার স্ত্রী উদয়পুরে রয়েছে। মঙ্গলবার রাতে আশিস রায় একা নিজ বাড়িতে ছিল।
বুধবার সকালে আশিস রায়ের স্ত্রী আশিস রায়কে ফোন করার পরও ফোন রিসিভ না করায় স্ত্রী আশিস রায়ের কাকার বাড়িতে ফোন করে। তখন আশিস রায়ের কাকিমা ছুটে গিয়ে দেখে ঘরের দরজা বন্ধ। তখন তিনি পাড়া প্রতিবেশীদের ডেকে আনেন। পাড়া প্রতিবেশীরা ঘড়ের দরজা ভেঙ্গে দেখতে পায় ঘরের এক কোনায় আশিস রায় দাঁড়ানো অবস্থায় রয়েছে। তার মুখ কালো হয়ে রয়েছে। শরীরে রক্তের চিহ্ন। সাথে সাথে খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আশিস রায়ের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। আশিস রায়ের মৃত্যুর কারন নিয়ে ধুয়াশা দেখা দিয়েছে।