Sunday, September 8, 2024
বাড়িরাজ্যঅটো চালকদের কড়া হুঁশিয়ারি পরিবহন মন্ত্রীর

অটো চালকদের কড়া হুঁশিয়ারি পরিবহন মন্ত্রীর

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ আগস্ট : যাত্রীদের সাথে দুর্ব্যবহার করলে পারমিট বাতিল করে দেওয়ার কড়া হুশিয়ারি দিলেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। বুধবার আগরতলাস্থিত এম.বি.বি বিমান বন্দরের পুরনো যাত্রী টার্মিনাল ভবনের কনফারেন্স হলে প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকদের উপস্থিতিতে এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী, ত্রিপুরা সড়ক পরিবহন নিগমের চেয়ারম্যান অভিজিৎ দেব, পরিবহন দপ্তরের সচিব উত্তম কুমার চাকমা, কমিশনার সুব্রত চৌধুরী, এম.বি.বি বিমান বন্দরের অধিকর্তা কৈলাস চন্দ্রমীণা, ত্রিপুরা পুলিশের আইজি মনচাক ইপ্পার, পশ্চিম ত্রিপুরা জেলার অতিরিক্ত জেলা শাসক রাজীব দত্ত, পশ্চিম জেলার পুলিশ সুপার ড.কিরণ কুমার কে, পশ্চিম জেলার ট্রাফিক পুলিশ সুপার মানিক দাস, চিফ মোটর ভেহিকেল ইন্সপেক্টর বিজয় দেববর্মা সহ অন্যান্যরা। এইদিন মূলত বিমান বন্দরে বেহাল অটো পরিষেবা ও অটো চালকদের দাদাগিরি নিয়ে আলোচনা হয়।

এমবিবি বিমান বন্দরের অটো চালকদের পক্ষ থেকেও এক প্রতিনিধি দল বৈঠকে উপস্থিত ছিল। এমবিবি বিমান বন্দরে অটো চালকদের দাদাগিরি নিয়ে এইদিন মন্ত্রী সুশান্ত চৌধুরী তীব্র অসন্তোষ ব্যক্ত করেন। মন্ত্রী সুশান্ত চৌধুরী এইদিন অটো চালকদের হুশিয়ারি দিয়ে বলেন অটো চালকদের নিয়ে নিয়মিত বৈঠক করার মতো সময় নেই প্রশাসনিক আধিকারিকদের। যে সকল অটো চালক যাত্রীর সাথে দুর্ব্যবহার করবে তাদের পারমিট বাতিল করে দেওয়া হবে। অটো চালকরা নিজে থেকে সহসাই ঠিক না হলে বেসরকারি এজেন্সির মাধ্যমে অটো, ট্যাক্সি পরিষেবা সহসাই চালু করে দেওয়া হবে বলে হুশিয়ারি দেন তিনি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য