Wednesday, February 12, 2025
বাড়িরাজ্যভোট প্রচারে মুখ্যমন্ত্রী

ভোট প্রচারে মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ আগস্ট : উপনির্বাচনে ২০ বক্সনগর এবং ২৩ ধনপুর বিধানসভা কেন্দ্র নিয়ে সিরিয়াস রয়েছে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। উপ নির্বাচনে দুটি বিধানসভা কেন্দ্রে যাতে পদ্মফুল ফুটে তার জন্য ঝড়ো প্রচার শুরু করেছেন মুখ্যমন্ত্রী খোদ। বুধবার সকাল বেলা ২৩ ধনপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী বিন্দু দেবনাথকে সঙ্গে নিয়ে প্রথমে কাঠালিয়া কালী কৃষ্ণনগরে পদযাত্রা করেন তিনি।

পরবর্তী সময় বাড়ি বাড়ি গিয়ে মনোনীত প্রার্থীর হয়ে মানুষের কাছ থেকে জনসমর্থন চান। বর্তমান সরকারের গত সাড়ে পাঁচ বছরে উন্নয়ন সম্পর্কে মানুষকে অবগত করেন মুখ্যমন্ত্রী। এবং কোনভাবেই যাতে দুটি বিধানসভা কেন্দ্র হাতছাড়া না হয় তার জন্য দলের কার্যকর্তা এবং কর্মী সমর্থকদের মানুষের কাছে পৌঁছানোর জন্য আহ্বান জানান মুখ্যমন্ত্রী। কারণ রাজ্যে যে উন্নয়ন ও বিকাশমুখী সরকার চলছে তার গতি বাড়াতে এই দুটি বিধানসভা কেন্দ্র অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে অভিমত ব্যক্ত করে মুখ্যমন্ত্রী।

পরবর্তী সময়ে মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে এসে জানান মানুষের কাছ থেকে স্বতঃস্ফূর্ত সাড়া পেয়েছে এদিন। তিনি আশা ব্যক্ত করেন, এই বিধানসভা কেন্দ্রে বিরোধী দল সিপিআইএমকে বিপুল ভোটে পরাজিত করে জয়যুক্ত হবে বিজেপি। আরো জানা যায় মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে আপ্লুত ভোটাররা। যদিও উপ নির্বাচনে দুটি বিধানসভা কেন্দ্র বরাবরই লাল দুর্গ বলা চলে। কিন্তু যেখানে মুখ্যমন্ত্রী প্রচারে বের হয়েছেন তাতে ভোটারদের আস্থা যেন শাসক দলের প্রতি রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য