Saturday, July 27, 2024
বাড়িরাজ্যজনজাতি কল্যাণ দপ্তরে বাম উপজাতি ছাত্র সংগঠনের বিক্ষোভ

জনজাতি কল্যাণ দপ্তরে বাম উপজাতি ছাত্র সংগঠনের বিক্ষোভ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ আগস্ট : সঠিক সময়ের মতো জনজাতি ছাত্র-ছাত্রীদের স্টাইপেন্ড প্রদান করা হচ্ছে না। অবশেষে বুধবার বাম ছাত্র সংগঠন টি এস ইউ -র পক্ষ থেকে জনজাতি কল্যাণ দপ্তরে বিক্ষোভের শামিল হয় স্কুল কলেজের পড়ুয়া। উপস্থিত ছিলেন টি এস ইউ -র সাধারণ সম্পাদক সুজিত ত্রিপুরা।

তিনি বলেন, এখন পর্যন্ত চার বার ডেপুটেশন প্রদান করা হয়েছে কিন্তু ছাত্র-ছাত্রীদের সঠিক সময়ের মতো স্টাইপেন্ড প্রদান করা হয়নি। সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে শুধুমাত্র দিনের পর দিন আশ্বাস দেওয়া হচ্ছে। বিশেষ করে বহু ছাত্র-ছাত্রী রয়েছে যারা স্টাইপেন্ডের উপর নির্ভর করে বিএড এবং নার্সিং -এর মত কোর্স ভর্তি হয়। এতে করে কলেজগুলিতে বিপাকে পড়ছে ছাত্রছাত্রীরা। তাই ছাত্র-ছাত্রীরা বাধ্য হয়ে ধর্নায় শামিল হয়েছে বলে জানান সুজিত ত্রিপুরা। তিনি আরো অভিযোগ তুলে বলেন, যেসব ছাত্র-ছাত্রীদের অতিরিক্ত অর্থ স্টাইপেন্ডের মাধ্যমে একাউন্টে ঢুকছে তাদের বাকি টাকা অবিলম্বে জনজাতি কল্যাণ দপ্তরে ফেরত দেওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে। নাহলে ডিগ্রি করতে দেওয়া হবে না বলে বারবারই সতর্ক করা হচ্ছে বলে জানান তিনি। তিনি আরো বলেন ছাত্র-ছাত্রীদের অবনতি করে দপ্তরের ফটকে ঝুলানো রয়েছে জনজাতি কল্যাণ দপ্তরের পোস্টার। যা কোন কাজে আসছে না। তাই দাবি জানানো হচ্ছে আগস্ট মাসের মধ্যে যদি স্টাইপেন্ড দেওয়া না হয় তাহলে তারা আন্দোলনে ময়দান থেকে সরবে না।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য