Saturday, September 30, 2023
বাড়িরাজ্যপরিবহন সংক্রান্ত বিভিন্ন দাবিতে জাতীয় সড়ক অবরোধ

পরিবহন সংক্রান্ত বিভিন্ন দাবিতে জাতীয় সড়ক অবরোধ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ আগস্ট : একাধিক দাবি নিয়ে জাতীয় সড়ক অবরোধে শামিল হল বাস জীপ চালক সংঘ। বুধবার সকালে শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট ১৩ দফা দাবি নিয়ে আসাম আগরতলা ৮ নং জাতীয় সড়ক অবরোধে বসে বাস জীপ চালক সংঘের শ্রমিকরা। দাবির মধ্যে উল্লেখযোগ্য দাবিগুলি হল ১৫ কিলোমিটারের অধিক ও অটো, রিকশা পারমিট বন্ধ করা, কমলপুর থেকে কোন ধরনের ই রিকশা পারমিট ছাড়া যাত্রী বহন না করা।

 কোভিড ১৯ চলাকালীন সময় থেকে এখন পর্যন্ত ফিটনেস ও জরিমানা এককালীন মুকুব করা।  ঘটনার খবর পেয়ে ছুটে আসে আমবাসা থানার পুলিশ, কথা বলে অবরোধকারীদের সাথে, কিন্তু অবরোধকারীদের বক্তব্য জেলা শাসক ঘটনাস্থলে না আসলে অবরুদ্ধ তোলা হবে না। অবরোধ  অনির্দিষ্টকালের জন্য। পরে ডি সি এম এবং মহকুমা পুলিশ আধিকারিক ছুটে এসে অবরোধকারীদের আশ্বাস দিলে পথ অবরোধ মুক্ত হয়। আশ্বাস দেওয়া হয়েছে আগামী ২৫ আগস্ট তাদেরকে নিয়ে জেলাশাসকের সাথে বৈঠকে মিলিত হবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য