Saturday, July 27, 2024
বাড়িরাজ্যস্থির বেতনের চাকরি নিয়ে বুক ফাটে, মুখ ফাটে না অবস্থা টেট শিক্ষকদের

স্থির বেতনের চাকরি নিয়ে বুক ফাটে, মুখ ফাটে না অবস্থা টেট শিক্ষকদের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ আগস্ট : গত এক মাস ধরে বহু শিক্ষক স্কুল ছেড়ে বুথ লেভেল অফিসারের দায়িত্ব পালন করছেন। এতে করে শিক্ষাঙ্গন গুলি ফাঁকা হয়ে থাকছে। প্রভাব পড়ছে ছাত্র-ছাত্রীদের উপর। শিক্ষকদের বি এল ও -র কাজ থেকে বিরত রেখে স্কুলের কাজে যত বেশি দায়িত্ব দেওয়া হবে ততই ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এ বিষয়ে তুলে ধরেন ত্রিপুরার টেট টিচার্স ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সম্পাদক অজয় পাল।

 তবে এদিন তিনি মূলত জানান, তাদের স্থির বেতনে চাকরি করতে হচ্ছে। বিগত বাম সরকার যে নীতি চালু করেছিল তা দূর করার দাবি জানাল ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। তিনি দাবি জানান শিক্ষক- কর্মচারী বিরোধী নীতি পরিবর্তনের জন্য। তারা আশা প্রকাশ করেন, বর্তমান মুখ্যমন্ত্রীর নেতৃত্বে টেট শিক্ষকরা নিজেদের যোগ্য সম্মান পাবেন। তাদের নিয়মিত করণ করা হবে। আরো জানান এনপিএস নিয়োগ রাজ্যের শিক্ষকদের মধ্যে বিভ্রান্তি চলছে। টেট ওয়ান, টেট টু যারা এসজিটি, এসটিজিটি তাদের প্রথম থেকেই সার্ভিস ধরা হচ্ছে না। তারা কোর্টে দারস্হ হতে হচ্ছে। স্পেশাল বিএড পড়ে যারা টেট শিক্ষকতায় এসেছেন তাদের পাঁচ বছর হওয়া সত্ত্বেও এবং কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও নিয়মিত করণ করার সুযোগ দেওয়া হচ্ছে না বলে জানান তিনি। সম্পাদক এদিন জানান, করোনার সময়ে কন্ট্রোল রুম সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব যারা সামলেছেন তাদের মধ্যে কলেজ শিক্ষকদের ১৩ দিনের আর্ন লিভ এর ব্যবস্থা করা হয়েছে। অভিযোগ অন্য শিক্ষকদের এই সম্মান দেওয়া হয়নি শিক্ষা দপ্তর থেকে। এছাড়াও এদিন বিভিন্ন বিষয় তারা তুলে ধরেন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য