Friday, September 13, 2024
বাড়িরাজ্যস্বাস্থ্য বিভাগীয় অনিয়মিতিকরণ কর্মচারী বৃন্দের ডেপুটেশন

স্বাস্থ্য বিভাগীয় অনিয়মিতিকরণ কর্মচারী বৃন্দের ডেপুটেশন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ আগস্ট :  ত্রিপুরা স্বাস্থ্য বিভাগীয় অনিয়মিতিকরণ কর্মচারী বৃন্দের পক্ষ থেকে সোমবার স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করা হয়। মূলত ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে এইদিন দপ্তরের অধিকর্তা সুপ্রিয় মল্লিকের নিকট ডেপুটেশান প্রদান করা হয়।

 এইদিন স্বাস্থ্য দপ্তরের অনিয়মিত কর্মীরা প্রথমে গুর্খাবস্তিস্থিত স্বাস্থ্য দপ্তরের সামনে সমবেত হয়। সেখান থেকে এক প্রতিনিধি দল স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার কার্যালয়ে গিয়ে দপ্তরের অধিকর্তার হাতে ৯ দফা দাবি সম্বলিত স্মারক লিপি তুলে দেয়। ডেপুটেশান প্রদান শেষে প্রতিনিধি দলের এক সদস্য সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাদের দাবি গুলি তুলে ধরেন। পাশাপাশি তিনি জানান দপ্তরের অধিকর্তা আশ্বাস দিয়েছেন তাদের দাবি গুলি রাজ্য সরকারের গোচরে নিয়ে জাওয়া হবে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য