Friday, December 1, 2023
বাড়িরাজ্যশিক্ষক সঙ্কটে জেলা শাসকের কাছে চিঠি

শিক্ষক সঙ্কটে জেলা শাসকের কাছে চিঠি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ আগস্ট :  ৫ সেপ্টেম্বর ধনপুর ও বক্সনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। এই উপ নির্বাচনের জন্য বিশালগড় দ্বাদশ শ্রেণী বিদ্যালয় থেকে এক সাথে ৩৮ জন শিক্ষককে নির্বাচনের কাজে নিজুক্ত করা হয়েছে। এতে করে বর্তমানে বিদ্যালয়ের পঠন পাঠনে ব্যাঘাত ঘটছে।

 প্রতিদিন সকল ক্লাসের সকল বিষয়ে পাঠ দান বর্তমানে সম্ভব হচ্ছে না। সামনে ছাত্র-ছাত্রিদের পরীক্ষা। পরীক্ষার প্রাক মুহূর্তে নির্বাচনের কাজে এক সাথে বিদ্যালয়ের ৩৮ জন শিক্ষককে নিয়ে যাওয়ার ফলে সমস্যায় পড়েছে বিদ্যালয়ের পড়ুয়ারা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজেও স্বীকার করেন যে এক সাথে ৩৮ জন শিক্ষককে নির্বাচনের কাজে নিযুক্ত করার ফলে বিদ্যালয়ে পঠন পাঠনে কিছুটা সমস্যা হচ্ছে। এই বিষয়ে বিদ্যালয় পরিচালন কমিটির সম্পাদক চিঠি দিয়ে জেলা শাসককে অবগত করেছেন। চিঠির প্রতিলিপি সোনামুড়া মহকুমার মহকুমা শাসককেও দেওয়া হয়েছে বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য