স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ আগস্ট : আত্মহত্যার পথ বেছে নিলেন অবসরপ্রাপ্ত বিজ্ঞান শিক্ষিকা। মৃত মহিলার নাম আরতি লোধ। উদয়পুর মহকুমার খিলপাড়া এলাকার বাসিন্দা আরতি লোধ। বয়স আনুমানিক ৬৮ বছর। বেশ কিছু দিন ধরে তিনি অসুস্থ ছিলেন মহিলা।
সোমবার নিজ বাড়িতে মহিলার ঝুলন্ত মৃতদেহ পাওয়া যায়। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন মহিলা থানার পুলিস। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায়। মৃত মহিলার এক মেয়ে জানান কয়েকদিন ধরেই মহিলা আত্মহত্যা করার কথা বলে যাচ্ছিলেন।