স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ আগস্ট : অমরপুর বীরগঞ্জ থানাধীন কাঠালবাগান এলাকায় মমতা বেগম নামে এক মহিলার ঘর থেকে এক লুপ্তপ্রায়ী প্রাণী উদ্ধার হয়। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বীরগঞ্জ থানার পুলিশ সহ অমরপুর বন কর্মীরা।
ঘটনার বিবরণে জানা যায় গুলই নামক এই প্রাণীটি সোমবার মহিলার ঘরে দেখতে পায়। মহিলা খবর দেয় পুলিশ এবং বন কর্মীদের। কিন্তু বন কর্মীরা ঘটনাস্থলে দেরিতে পৌঁছালে অমরপুর বীরগঞ্জ থানার পুলিশের তৎপরতায় প্রাণীটিকে উদ্ধার করা হয়। পরে পুলিশ প্রাণীটিকে বনকর্মীদের কাছে তুলে দেন।