স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ আগস্ট : ভারতীয় জনতা পার্টির মানুষের উপর আস্থা নেই , বিশ্বাস নেই, ভরসা নেই। তাই তারা লাগাতার আক্রমণ নামিয়ে এনে ক্ষমতা ধরে রাখার চেষ্টা করছে। বক্তা বিধায়ক সুদীপ রায় বর্মন। বিধায়ক সুদীপ রায় বর্মনকে সর্বভারতীয় কংগ্রেস দলের ওয়ার্কিং কমিটির আমন্ত্রিত স্থায়ী সদস্য হিসেবে নিযুক্ত করায় সোমবার কংগ্রেস ভবনে সুদীপ রায় বর্মনকে দলের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।
প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা পুষ্পস্তবক তুলে দিয়ে শুভেচ্ছা জানান। পরে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সুদীপ রায় বর্মন আরো বলেন, যাদের স্বাধীনতা আন্দোলনে কোন অবদান ছিল না তারাই এখন হর ঘর তিরঙ্গা কর্মসূচি কথা বলছে। কিন্তু এই দল দেশের মাটিকে ভালোবাসে না। একটা ঠগবাজের পার্টি। তারা এখন কৌশল করে লোকসভা নির্বাচনে মানুষের আবেগ নিয়ে খেলতে চাইছে। কিন্তু মানুষকে বুঝতে হবে দেশের মধ্যে কংগ্রেসের বিকল্প নেই। সে অনুযায়ী গণতন্ত্র বিরোধী দলটাকে পরাস্ত করে ইন্ডিয়া দলকে দেশের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য সকলকে এগিয়ে আসতে আহ্বান জানান সুদীপ রায় বর্মন। তিনি আর বলেন দেশ সমাজকে বিভক্ত করার জন্য বিজেপির অভিপ্রায় চলছে। এবং এই সরকারের আমলে দেশের অর্থনৈতিক অবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। আগামী দিন নিম্নবিত্ত, মধ্যবিত্তের বেঁচে থাকা কঠিন হয়ে পড়বে। তাই কংগ্রেস বনাম বিজেপির লড়াই নয় এটা। এ লড়াই বিজেপির বিরুদ্ধে জনগণের দল ইন্ডিয়ার। এবং ফ্যাসিবাদীদের বিরুদ্ধে জনতা লড়াই এটা। আরো জানান, খুব দ্রুত রাজ্যে আসবেন কংগ্রেস নেত্রী প্রিয়াংকা গান্ধী। মনিপুর পরিদর্শন করে তিনি রাজ্যে এসে উদয়পুর ত্রিপুরেশ্বরী পুজো দিতে যাবেন জানান বিধায়ক সুদীপ রায় বর্মন। আয়োজিত এদিনের অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য প্রদেশ কংগ্রেস নেতৃত্ব।