স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ আগস্ট : আসন্ন দুর্গা পুজাকে সামনে রেখে বিগত বছরের ন্যায় এই বছরও আগরতলা পুর নিগমের ৩৯ নং ওয়ার্ডের কর্পোরেটর অলক রায়ের বিশেষ উদ্যোগে শারদ সম্মাননা প্রদান করা হবে। সোমবার আগরতলা পুর নিগমের ৩৯ নং ওয়ার্ডের কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানান নিগমের মেয়র দীপক মজুমদার। তিনি আরও জানান গত বছর থেকে এই শারদ সম্মাননা প্রদান শুরু করা হয়েছে।
গত বছর বড় আকারে এই অনুষ্ঠান করা হয়েছে। আগরতলা শহরের বিভিন্ন ক্লাব এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। তার বাইরেও পুর নিগমের ৩৯ নং ওয়ার্ড শারদ সম্মাননা প্রদান করেছে। গত বছরের ন্যায় এই বছরও পুর নিগমের ৩৯ নং ওয়ার্ড ও শহর দক্ষিনাঞ্চল ক্লাব কমিটি যৌথ ভাবে শারদ সম্মাননা প্রদান করবে। মূলত পূজা উদ্যোক্তাদের উৎসাহিত করার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলেও জানান নিগমের মেয়র দীপক মজুমদার। সাংবাদিক সম্মেলনে নিগমের মেয়রের সাথে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্যরা।