স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ আগস্ট : নিরাপত্তা হীনতায় খোয়াই জেলা পুলিশ সুপারের কার্যালয়ের ঢিল ছুড়া দূরত্বে থাকা বিদ্যালয় পরিদর্শকের কার্যালয়। রবিবার রাতে বিদ্যালয় পরিদর্শক কার্যালয় থেকে লক্ষ টাকার সামগ্রী নিয়ে যায় চুরের দল।
জানা যায়, খোয়াই অফিসটিলা খোয়াই জেলা পুলিশ কার্যালয়ের ঢিলছুড়া দূরত্বে থাকা বিদ্যালয় পরিদর্শকের কার্যালয়ে পুলিশি টহলদারিকে একপ্রকার চ্যালেঞ্জ জানিয়ে হানা দেয় চোরের দল। এবং বিদ্যালয় পরিদর্শকের স্টোরে থাকা চারটি কম্পিউটার, চারটি টাইপ মেশিন এবং দশটি সিলিং ফ্যান সহ ২০০ কেজি রড নিয়ে যায় চোরের দল। যার বাজার মূল্য লক্ষাধিক টাকারও বেশি বলে জানা যায়। পরবর্তী সময় সোমবার সকালে স্টোর কিপার অফিসে এসে দেখতে পায় স্টোরের দরজা ভাঙ্গা। স্টোরের মধ্যে থাকা সামগ্রী নেই। সাথে সাথেই এই বিষয় নিয়ে খোয়াই থানায় অভিযোগ জানানো হয়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়।