Monday, February 17, 2025
বাড়িরাজ্যবাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে বৈঠক

বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে বৈঠক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ আগস্ট : নিয়মিত বাজারে সদর মহকুমা প্রশাসনের বৈঠক হলেও নিয়ন্ত্রণের বাইরে রয়েছে অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য। প্রশাসনের কর্মীরা নিয়মিত বাজার অভিযানের পরেও নিয়ন্ত্রণ নেই কোন কিছুই। সবচেয়ে বড় বিষয় হলো প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের চোখ রাঙানো ভয়ে জনগণের পকেট কাটার সুযোগের ছাড় দিয়ে দিচ্ছে।

আরে দুর্ভোগ পোহাতে হয় সাধারণ মানুষকে। বাজারে গিয়ে নাভিশ্বাস উঠছে মানুষের। সোমবার মহারাজগঞ্জ বাজারে সদর মহকুমা শাসক অরূপ দেবের পৌরহিত্যে ব্যবসায়ি সমিতি ও খাদ্য দপ্তরের কর্মীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কিন্তু আলোচনা সভায় গুরুত্ব পায় বাজারে কাঁচামালের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি। সদর মহাকুমার শাসক জানান, পেঁয়াজের দাম সামান্য বেশি। মূল্য কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় সে জন্য বিষয়টি আলোচনা করে দেখা হচ্ছে। পাশাপাশি ব্যবসায়ীদের কি ধরনের সমস্যায় পড়তে হচ্ছে সে বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানান সদর মহকুমা শাসক অরূপ দেব। এখন দেখার বিষয় বাজারে কাঁচামালের মূল্য কতটা সাধারণ মানুষের নিয়ন্ত্রণে আসে। নাকি সবটাই লোক দেখানো।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য