স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ আগস্ট : বিশালগড় রাস্তারমাথা এলাকায় দুই পক্ষের মারপিটের ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তার আরও দুইজন। অভিযুক্তরা হলো গোবিন্দ দেবনাথ এবং বিবেক দাস। তাদের বাড়ি গকুলনগর পন্ডিত চৌমুহনি এলাকায়। শনিবার রাতে পুলিস তাদের গ্রেপ্তার করে।
এই ঘটনায় এখন পর্যন্ত পুলিসের জালে তিন। রবিবার দুই অভিযুক্তকে কোর্টে প্রেরণ করলো বিশালগড় থানার পুলিশ। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিশালগড় থানার ওসি তাপস দাস জানান রাস্তারমাথা টাওয়ার পাড়া এলাকাবাসীর তরফে এখন পর্যন্ত মোট ৮ জনের নামধাম দিয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে। তৎসঙ্গে পুলিশও মামলা গ্রহণ করে তদন্ত চালিয়ে যাচ্ছে। এদিকে ঘটনায় আগে গ্রেপ্তার হওয়া অভিযুক্ত বর্তমানে জুডিশিয়াল কাস্টডিতে আছে। ঘটনাটি ঘটেছিল চলতি মাসের ১৭ আগস্ট রাতে। উল্লেখ্য, ঘটনার সূত্রপাত হয়েছিল রাস্তা মাথা এলাকায় এক মেলাতে কেন্দ্র করে। বাড়িতে প্রবেশ করে লোকজনদের মারধর এবং ভাঙচুর করেছিল একদল দুষ্কৃতী। পরবর্তী সময় মামলা হয় থানায়।