Tuesday, September 26, 2023
বাড়িরাজ্যনাম না করে বিগত সরকারের সমালোচনা মন্ত্রীর

নাম না করে বিগত সরকারের সমালোচনা মন্ত্রীর

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ আগস্ট : রবিবার আগরতলা প্রেস ক্লাবে হয় অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটির সেন্ট্রাল জোনের সপ্তদশতম দ্বিবার্ষিকী  রাজ্য সম্মেলন । রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিধিরা সম্মেলনে আসেন। উপস্থিত ছিলেন সমাজকল্যাণ ও সমাজশিক্ষা  মন্ত্রী টিঙ্কু রায়, জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা, সমবায়মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সহ কমিটির নেতৃত্ব।৩৪ বছর আগে গড়ে উঠেছিল এই সংগঠন।

বিভিন্ন সময়ে নিজেদের সমস্যা নিয়ে আন্দোলনও করেন তারা। রবিবার সম্মেলনে নিজেদের বিভিন্ন দাবি সনদ সংগঠনের তরফে তুলে দেওয়া হয় মন্ত্রী টিঙ্কু রায়ের হাতে। এসব বিষয় তুলে ধরে মন্ত্রী পূর্বতন বাম সরকারের সমালোচনা করে বর্তমান সরকারের জন মুখী প্রকল্প তুলে ধরেন।মন্ত্রী নাম না করে বাম সরকারের সমালোচনা করে মন্তব্য করেন তারা মানুষের মৌলিক অধিকার দেয়নি।যে চা-বাগানগুলিতে শ্রমিকরা শতবর্ষ ধরে কাজ করতো তাদের জমির পাট্টার ব্যবস্থা করেনি। আলোচনা করতে গিয়ে সমবায়মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বলেন, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধীন সামাজিক ভাতার পরিমাণ আগে ছিল মাত্র ৭০০ টাকা। বর্তমান সরকার তা দুই হাজার টাকা করেছে। তিনি দাবি করেন, সরকারি কর্মচারীদের পাওনা যথেষ্ট মিটিয়ে দিয়েছে। এদিনের সম্মেলনে সংবর্ধনা দেওয়া হয় এবছর মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক–উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ  ব্লাইন্ড ছাত্র- ছাত্রীদের। অতিথিরা তাদের হাতে স্মারক তুলে দেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য