স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ আগস্ট : বন্ধুদের সাথে পিকনিক করতে গিয়ে অকালে প্রান হারালো ১৯ বছরের এক যুবক। অমরপুর মহকুমার অন্তর্গত ছবিমুড়ায় ঘটে এ মর্মান্তিক ঘটনা। ঘটনার বিবরণে জানা যায় রবিবার ছুটির দিনে অমরপুর মহাকুমার অন্যতম পর্যটন কেন্দ্র ছবিমুড়ায় বন্ধুদের সাথে পিকনিক করতে যায় অমরপুর মহাকুমার বীরবল দাস পাড়ার হারাধন রুদ্র পালের ছেলে স্নেহাশীষ রুদ্র পাল। বন্ধুদের সাথে পিকনিক মাঝে হঠাৎ করে স্নান করতে গিয়ে গোমতি নদীর জলে তলিয়ে যায় স্নেহাশীষ।
সঙ্গে সঙ্গে বন্ধুরা দেখতে পেয়ে চার বন্ধু মিলে তাকে বাঁচানোর বহু চেষ্টা করার পরও ব্যর্থ হয়। পরে অমরপুর দমকল কর্মীরা ঘটনার খবর পেয়ে ছুটে আসে। শুরু হয় উদ্ধারের কাজ। ডিজেস্টার ম্যানেজমেন্টের সহায়তা বেলা পাঁচটার নাগাদ প্রায় দুই ঘন্টা বাদে উদ্ধার হয়। পরে হাসপাতালে আনার পর কর্তব্যরত ডাক্তার মৃত বলে ঘোষণা করেন। সোমবার ময়না তদন্তের পর মৃতদেহকে পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানান কর্তব্যরত চিকিৎসক। মৃত স্নেহাশীষ রুদ্র পাল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল। পড়াশোনা পাশাপাশি অমরপুর হাসপাতালে নিকটবর্তী একটি ওষুধের দোকানে স্থায়ী কর্মচারী হিসেবে কাজ করতেন সে। এই ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে পরিবারের লোকজনেরা। কান্নায় ভেঙে পড়ে হাসপাতাল চত্বরে।