স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ আগস্ট :২০১৮ সালে রাজ্যের মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪৯ হাজার। ব্যক্তিগত শিক্ষা বর্ষে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩৮ হাজার। এবং হ্রাস পাওয়া পরীক্ষার্থীর মধ্যে রয়েছে সিংহভাগ জনজাতি পরীক্ষার্থী।
টি.এস.ইউ -র ৪৬ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মেলারমাঠ ছাত্র যুব ভবনে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রেখে এই কথা বলেন উপজাতি গণমুক্তি পরিষদের সাধারণ সম্পাদক রাধাচরণ দেববর্মা। এদিন আয়োজিত আলোচনা সভা দ্বারা শিক্ষা বাঁচাও, সংবিধান বাঁচাও, ভারতবর্ষ বাঁচাও স্লোগান তোলা হয়। পাশাপাশি নয়া জাতীয় শিক্ষানীতি ২০২০ বাতিলের দাবি তোলা হয় আলোচনা সভা থেকে। দাবি করা হয় এই নয়া জাতীয় শিক্ষানীতি ছাত্র-স্বার্থ বিরোধী। এ নয়া শিক্ষানীতি চালু হলে প্রভাব পড়বে ছাত্রছাত্রীদের উপর। আয়োজিত আলোচনা সভায় রাধা চরণ দেববর্মা আরও বলেন বহু ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে এর সংগঠনের আজ ৪৬ তম প্রতিষ্ঠা দিবস। আয়োজিত এই দিনের আলোচনা সভায় এছাড়াও উপস্থিত ছিলেন এস.এফ.আই রাজ্য সম্পাদক সন্দীপন দেব, টি এস ইউর রাজ্য সম্পাদক সুজিত ত্রিপুরা সহ অন্যান্য নেতৃত্ব।