স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ আগস্ট : গভীর রাতে কৈলাসহর শহর এলাকায় অর্ধ নগ্ন অবস্থায় প্রেমিক প্রেমিকাকে ধরে ফেলল এলাকাবাসী। যদিও প্রেমিকের স্ত্রী এবং প্রেমিকার স্বামী রয়েছে বলেও এলাকাবাসীরা জানান। পরবর্তী সময়ে এলাকাবাসীরা পুলিশের হাতে তোলে দেয় প্রেমিক প্রেমিকাকে। সংশ্লিষ্ট এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।
ঘটনার বিবরণে জানা যায়, শনিবার গভীর রাতে কৈলাসহর পুর পরিসদের চৌদ্দ নং ওয়ার্ডের দূর্গাপুর এলাকায় পরকিয়ায় লিপ্ত থাকা অবস্থায় এলাকার মানুষ ঘরের ভিতরে থাকা প্রেমিক প্রমিকাকে অর্ধ নগ্ন অবস্থায় ধরে ফেলে বলে এলাকাবাসীর দাবি। উল্লেখ্য, দূর্গাপুর এলাকায় এক মহিলা স্বামী এবং দুই ছেলেকে নিয়ে ভাড়া বাড়িতে থাকেন। শনিবার গভীর রাতে এই মহিলার বাড়িতে এক অচেনা যুবককে প্রবেশ করতে দেখে এলাকাবাসীর সন্দেহ হয়।
পরবর্তী সময়ে এলাকাবাসীরা সেই মহিলার ঘরে জোর করে প্রবেশ করছ দুইজনকে অর্ধ নগ্ন অবস্থায় পায়। এলাকাবাসীরা জানান যে, শনিবার রাতে এক মহিলার বাড়িতে সেই মহিলার স্বামী এবং দুই ছেলে ছিলো না। তাছাড়া সেই মহিলার বাড়িতে যে যুবকটি ছিলো, সেই যুবকটির নাম উত্তম সরকার। উত্তমের বাড়ি কৈলাসহরের চিনিবাগান এলাকায়। এবং উত্তম সরকার নিজেও বিবাহিত ও উত্তমের ছেলে, মেয়েও রয়েছে। বাড়িতে স্ত্রী ছেলে মেয়ে রেখে এর আগেও উত্তম সে মহিলা ঘরে এসেছিলো বলে এলাকাবাসী জানায়। এলাকাবাসী সেই মহিলার ঘরে প্রবেশ করে দুইজনকে অর্ধ নগ্ন অবস্থায় ধরে ফেলে। পরে এলাকাবাসীরা উত্তম এবং সেই মহিলাকে ঘরের বাইরে পিলারের মধ্যে দড়ি দিয়ে বেঁধে রাখে। এবং কৈলাসহর থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে উত্তম এবং সে মহিলাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সেই মহিলার সাথে কি সম্পর্ক সেটা উত্তম সরকারকে জিজ্ঞেস করলে উত্তম জানায় যে, দেওড় বৌদির সম্পর্ক। কিন্তু মহিলা প্রথম দিকে এলাকাবাসীদের ভাই বোন বলে পরিচয় দেয়। পরকিয়া সম্পর্ক যেভাবে দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। তাতে আগামী প্রজন্মে এর প্রভাব ভয়ংকর হবে বলে অনেকেরই অভিমত।