Saturday, July 27, 2024
বাড়িরাজ্যমহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্মজয়ন্তী উদযাপন

মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্মজয়ন্তী উদযাপন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ আগস্ট : শনিবার যথাযথ মর্যাদার সাথে পালিত হলো আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্মদিন। রাজধানীর এমবিবি চৌমুহনীর জিরো পয়েন্টে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের মর্মর মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।

এবং পুষ্পাঘ্য অর্পণের পর কেক কেটে মহারাজার জন্মজয়ন্তী উদযাপন করা হয়। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা, মেয়র দীপক মজুমদার সহ প্রশাসনিক আধিকারিকেরা। তারপর মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, শ্রেষ্ঠ ত্রিপুরা উন্নত ত্রিপুরা নির্মাণের জন্য মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের প্রদর্শিত দিশাতেই সরকার এগিয়ে চলছে। মুখ্যমন্ত্রী আরো বলেন, পূর্বতন সরকার সব সময় বলতো মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর কিছুই করেনি। কিন্তু বর্তমান সরকার প্রতিষ্ঠিত হয় মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য সঠিক সম্মান ফিরিয়ে দিয়েছে। এবং ২০১৮ সালে সরকারে প্রতিষ্ঠিত হয়ে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের প্রতি যথাযোগ্য সম্মান জানিয়ে জন্ম দিবসে ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। এবং কিভাবে রাজ্যের নতুন প্রজন্ম মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের সম্পর্কে অবগত হতে পারে সেই ব্যবস্থা করা হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য