স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ আগস্ট : ১৯ আগস্ট টিএসইউ ৪৬ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ছাত্র যুব ভবনে সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। উপস্থিত ছিলেন টি এস ইউ -র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুজিত ত্রিপুরা সহ অন্যান্যরা।
সুজিত ত্রিপুরা বলেন, জনজাতি অংশের ছাত্রীদের ভাষা, সংস্কৃতি, শিক্ষা নিয়ে লড়াই করেছে টিএসইউ। আজকের দিনে দাড়িয়ে মূল শ্লোগান হলো শিক্ষা বাঁচাও, সংবিধান বাঁচাও এবং দেশ বাঁচাও। আরো বলেন, রাজ্যের শিক্ষার অবস্থা বেহাল। স্কুলগুলিতে শিক্ষক সংকট। তার উপর দিয়ে সরকার নয়া জাতীয় শিক্ষানীতি ২০২০ লাগু করতে চাইছে। এর বিরুদ্ধে প্রতিবাদ বিগত দিনের মতো আগামী দিনেও অব্যাহত থাকবে বলে প্রতিষ্ঠা দিবস থেকে জানান টি এস ইউ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুজিত ত্রিপুরা।