Saturday, July 27, 2024
বাড়িরাজ্যন্যারামেকের জৈবিক ফসল বিক্রয় কেন্দ্রের উদ্বোধন

ন্যারামেকের জৈবিক ফসল বিক্রয় কেন্দ্রের উদ্বোধন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ আগস্ট :  আগরতলা উদ্যান পালন ও ভূমি সংরক্ষণ অধিকার কার্যালয় প্রাঙ্গনে শুক্রবার কৃষিমন্ত্রী রতন লাল নাথ ন্যারামেকের জৈবিক ফসল বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন। এদিন একটি ভ্রাম্যমান গাড়িও সূচনা করেন মন্ত্রী। এই গাড়ি দিয়ে শহরের বিভিন্ন এলাকায় ন্যারামেক অনুমোদিত বিভিন্ন সামগ্রী বিক্রি করা হবে।

পরে মন্ত্রী রতন লাল নাথ বক্তব্য রেখে বলেন, কৃষকদের আয় যাতে বাড়ানো যায় সেজন্য এটা করা হয়েছে। যারা জৈব চাষ করছেন তাদের সামগ্রী ছাড়াও স্ব-সহায়ক দলের উৎপাদিত জিনিস থাকবে। এই আউটলেট খোলা হয়েছে যারা অরগানিকের সামগ্রী খেতে চায় তাদের জন্য এই ব্যবস্থা। মন্ত্রী আরও বলেন ধীরে ধীরে রাজ্যে জৈব চাষের উপরে গুরুত্ব দেওয়া হচ্ছে। বর্তমানে ২০ হাজার হেক্টর জমিতে অরগানিক চাষ হচ্ছে। এদিন আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি ও  কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায়, উদ্যান পালন ও ভূমি সংরক্ষণ দপ্তরের অধিকর্তা ডঃ ফণীভূষণ জমাতিয়া, ন্যারামেকের এমডি রাজীব অশোক সহ অন্যান্য আধিকারিকরা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য