Sunday, January 19, 2025
বাড়িরাজ্যজনজাতিদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে রাজনৈতিক দলগুলি : মুখ্যমন্ত্রী

জনজাতিদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে রাজনৈতিক দলগুলি : মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ আগস্ট : বর্তমান সরকার সকলকে সাথে নিয়ে চলার চেষ্টা করছে। সরকার মানুষের জন্য স্বচ্ছতা বজায় রেখে কাজ করে চলেছে। তাই রাজ্যের উন্নয়ন সম্ভব হচ্ছে। শুক্রবার রাজধানীর প্রজ্ঞা ভবনে সমাজপতিদের নিয়ে আয়োজিত কর্মশালায় বক্তব্য রেখে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি বলেন, মানুষের সমস্যা কিভাবে সমাধান করা যায় সেদিকে গুরুত্ব দিয়ে কাজ করে চলেছে সরকার। তাই এই সরকারের গ্রাফ দেশে এবং রাজ্যে উদ্ধমুখী। আর কুচক্রীদের গ্রাফ নিম্নমুখী।

এদিনের আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে আরো বলেন, বর্তমানে রাজ্যের আইন-শৃঙ্খলা এক ভালো জায়গায় রয়েছে। বিগত বিধানসভায় নির্বাচনের মত শান্তিপূর্ণ এবং সুষ্ঠু নির্বাচন ত্রিপুরার ইতিহাসে নেই। কিন্তু কুচক্রীরা বিভিন্নভাবে রাজ্যের আইন-শৃঙ্খলার চরম অবনতি হয়েছে বলে মিথ্যা অভিযোগ তুলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। কিন্তু ন্যাশনাল ব্রুরো অফ ক্রাইমের রিপোর্ট অনুযায়ী রাজ্যের আইনশৃঙ্খলা দেশে ২৮ টি রাজ্যে মধ্যে নিচের দিক থেকে তৃতীয় স্থানে রয়েছে। মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে রাজ্যের জনজাতিদের যথাযথ সম্মান দেওয়ার বিষয়ে তুলে ধরে বলেন, বর্তমানে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের নামে বিমানবন্দর করা হয়েছে।

 যার নাম আগে ছিল সিঙ্গার বিল বিমানবন্দর। রাজধানী কামান চৌমুহনী এলাকায় আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা বীর বিক্রম কিশোর মানিককে মর্ম মুক্তি বসানো হয়েছে। একসাথে রাজ্যের জনজাতিদের কিভাবে আত্ম বিকাশ করা যায় সেদিকে গুরুত্ব দিয়ে কাজ করে চলেছে সরকার। কিন্তু বিগত দিনে জনজাতিদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে বিভিন্ন রাজনৈতিক দল বলে সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী। আয়োজিত কর্মশালায় এছাড়াও উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা, মন্ত্রী সান্তনা চাকমা সহ প্রশাসনিক আধিকারিক ও সমাজপতিরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য