Wednesday, October 30, 2024
বাড়িরাজ্যবাইক বাহিনীর তাণ্ডবে আহত ৮, ভাঙচুর বাড়ি ঘর

বাইক বাহিনীর তাণ্ডবে আহত ৮, ভাঙচুর বাড়ি ঘর

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ আগস্ট : রাস্তা মাথা এলাকায় মেলাকে কেন্দ্র করে ঝামেলা। পরে রাস্তার মাথার টাওয়ার পাড়ায় ডান্ডব চালায় একদল বাইক বাহিনী। ঘটনায় আহত ৮ জন। জানা যায়, ২০ টি বাইক ও বোলেরো গাড়ি করে ৩০ জন দুষ্কৃতী মিলে গভীর রাতে তাণ্ডব চালায় এলাকায়। দুষ্কৃতীদের আক্রমণে আহত হয় ৮ জন। এর মধ্যে গুরুতর আহত হয় দুজন। বাদ যায়নি মহিলারাও। রাস্তার মাথায় আনন্দমেলায় বৃহস্পতিবার রাতে অফিসটিলা এবং বিশালগড় এফডিএম অফিস সংলগ্ন এলাকার কতিপয় দুষ্কৃতীদের সাথে ঝামেলা হয় স্থানীয় এক যুবকের।

 তারপর সেই যুবকের বাড়িতে গিয়ে তার বাড়ি ঘরের সকল আসবাবপত্র ভেঙে চুরমার করে দেয় বিশালগড়ের অফিসটিলা ও এসডিএম অফিস সংলগ্ন এলাকার বখাটে যুবকেরা। এলাকার মৃণাল নামে এক যুবককে গুরুতর আহত হয়। তার ঘরের আসবাবপত্র থেকে শুরু করে বাড়ির লোকজনরাও আক্রান্ত হয় তাদের হাতে। বাড়ির মানুষের চিৎকারে পাড়ার মানুষ বেরিয়ে এলে তাদের উপরও প্রাণঘাতী আক্রমণ চালায় দুষ্কৃতিকারীরা। দুষ্কৃতীদের আক্রমণে মহিলা সহ সেই এলাকার ৮ জন আহত হয়। এর মধ্যে দুজনকে গুরুতর অবস্থায় বিশালগড় মহকুমা হাসপাতাল থেকে হাঁপানিয়ার ত্রিপুরা মেডিকেল কলেজে রেফার করা হয়। পরে পাড়ার লোকেরা একত্রিত হয়ে গেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুষ্কৃতিকারী বখাটে যুবকের দল। কিন্তু দুষ্কৃতিকারীদের মধ্যে একজনকে ধরে ফেলে পাড়ার লোকজন। ধৃত যুবকের নাম হৃদয়। পরে আটককৃত সেই যুবক নিয়ে রাতেই বিশালগড় থানার দ্বারস্থ হয় এলাকার লোকজন। থানায় মামলা করা হয় দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে। এখন দেখার বিষয় তদন্তে কি বের হয়ে আসে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য