স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ আগস্ট : অতিরিক্ত ব্রাউন সুগার সেবনে মৃত্যু হল এক যুবকের। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জিবি হাসপাতালের মর্গে পাঠায়। জানা যায় জয়নগর মহাবীর ক্লাব এলাকার বাসিন্দা বিজয় সূত্রধর নামে ২৮ বছরের এক যুবক প্রতিনিয়ত ব্রাউন সুগার সেবন করে বটতলা এলাকায় উড়াল পুলে নিচে থাকতেন।
শুক্রবার সকাল সাড়ে ১১ টার নাগাদ পথচারীরা রাস্তার পাশে তার মৃতদেহটি পড়ে থাকতে দেখে খবর দেয় বটতলা পুলিশ ফাঁড়িতে। ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে জিবি হাসপাতালে পাঠায় ময়না তদন্তের জন্য। ময়না তদন্তে স্পষ্ট হবে কিভাবে মৃত্যু হয়েছে যুবকের। পুলিশ জানায় প্রতিনিয়ত ব্রাউন সুগার সেবন করতেন বিজয় সূত্রধর। পুলিশের প্রাথমিক ধারণা অতিরিক্ত ড্রাগস সেবনের ফলে মৃত্যু হতে পারে। মৃত যুবকের বাড়িতে এবং পুত্র সহ বৃদ্ধ মা-বাবা রয়েছে। ঘটনার খবর পেয়ে কান্নায় ভেঙে পড়ে মৃত যুবকের পরিবার।