Saturday, September 30, 2023
বাড়িরাজ্যলেপরোস্কোপি শিবির করা হবে জিবিতে, জানান জিবি হাসপাতালের এমএস

লেপরোস্কোপি শিবির করা হবে জিবিতে, জানান জিবি হাসপাতালের এমএস

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ আগস্ট : লেপরোস্কোপি শিবির করা হবে চলতি মাসে দুইদিন। এর আগে হয়েছিল ওপেন সার্জারি শিবির এ জি এম সি ও জিবিতে। বৃহস্পতিবার আগরতলা সরকারি মেডিক্যাল কলেজের কাউন্সিল রুমে সাংবাদিক সম্মেলন করে জানান জিবি -র এম এস শঙ্কর চক্রবর্তী। সঙ্গে ছিলেন ডেপুটি এম এস কনক চৌধুরী, বিশিষ্ট শল্য চিকিৎসক প্রফেসার অনুপ সাহা, ভাইস প্রিন্সিপ্যাল সঞ্জীব দেববর্মা সহ অন্যরা। শল্য চিকিৎসক প্রফেসার অনুপ সাহা বলেন,

তিনি জানান লেপরোস্কোপি শিবিরে দুইদিনে ২০-২৫ জনের অপারেশন করা হবে। এদিকে এম এস জানান, যে পরিষেবা গুলি সেখানে নেই এগুলি চালুর চেষ্টা চলছে।বর্তমানে জিবি হাসপাতালে ১৮ জন ডেঙ্গু রোগী রয়েছে। মোহনপুরে রয়েছে ৩৪ জন রোগী। তিনি বলেন, ডেঙ্গু কয়েকটি জায়গায় প্রভাব ফেলতে সফল হলেও আগরতলা শহরে তেমন প্রভাব ফেলতে পারেনি। কয়েকজন রোগী সনাক্ত হলেও ব্যাপকতা লক্ষ্য করা যায়নি আগরতলা শহরে। এবং যারা বর্তমানে পজেটিভ রোগী রয়েছেন তাদের অবস্থা স্থিতিশীল। কারণ অবস্থায় সংকরজনক নয় বলে জানান হাসপাতালের এম এস।

 আয়োজিত সাংবাদিক সম্মেলনে লিফট বিকলের বিষয়ে বলেন, ‌বুধবার দুপুর দুইটা নাগাদ অধিক মানুষ একসাথে লিফটে উঠে পড়ার মাঝপথে আটকে গেছে। পরবর্তী সময়ে মানুষকে উদ্ধার করে লিফট মেরামত করা হয়। এবং হাসপাতালের লিফট পরিষেবার দায়িত্বে রয়েছেন পূর্ত দপ্তরের মেকানিক্যাল বিভাগ। লিফটের পরিষেবা নিয়ে আজকেও পূর্ত দপ্তরে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এর সাথে কথা হয়েছে বলে জানান তিনি। আরো বলেন হাসপাতালে বিদ্যুৎ, পানীয় জল সহ বিভিন্ন পরিষেবা রয়েছে, যেগুলি জিবি হাসপাতালে সম্পদ হলেও দেখাশোনা করে অন্যান্য দপ্তর বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য