স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ আগস্ট :বিশ্রামগঞ্জ এসপি অফিস সংলগ্ন সাব্রুম-আগরতলা জাতীয় সড়কে বুধবার বিকালে ভয়াবহ যান দুর্ঘটনা ঘটে। ঘটনার বিবরণে জানা যায়, এইদিন বিকালে বিলোনিয়া থেকে একটি যাত্রীবাহী বাস যাত্রী নিয়ে আগরতলার উদ্দেশ্যে রওয়ানা হয়। বাস গাড়িটি বিশ্রামগঞ্জ এসপি অফিস সংলগ্ন এলাকায় আসার পর একটি লোহার রড বোঝাই বুলেরো গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে।
এতে বাস গাড়ির চালকের পিছনের সিটে বসা এক যাত্রীর ঘটনাস্থলে মৃত্যু হয়। গুরুতর ভাবে আহত হয় আরও বেশ কয়েকজন। দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষের ফলে উভয় গাড়ির সামনের অংশ দুমড়ে মুচরে যায়। বুলেরো গাড়ির চালক গুরুতর আহত অবস্থায় গাড়িতে আটকে পরে। এইদিকে বিকট শব্দ শুনতে পেয়ে স্থানীয়রা ছুটে এসে ঘটনা প্রত্যক্ষ করে পুলিশ ও দমকল বাহিনীর কর্মীদের খবর দেয়। দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা। স্থানিয়দের সহযোগিতায় বিশ্রামগঞ্জ দমকল বাহিনীর কর্মীরা নিহত ব্যক্তির মৃতদেহ সহ আহতদের উদ্ধার করে বিশ্রামগঞ্জ প্রাথমিক হাসপাতালে নিয়ে যায়। দমকল বাহিনীর এক কর্মী জানান আহত ৬ জনের অবস্থা আশঙ্কা জনক। ওনারা নিহত ব্যক্তির মৃতদেহও বিশ্রামগঞ্জ প্রাথমিক হাসপাতালে পৌঁছে দিয়েছেন। এইদিকে আহতদের দমকল বাহিনীর কর্মীরা বিশ্রামগঞ্জ প্রাথমিক হাসপাতালে নিয়ে যাওয়ার পর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর আহতদের উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করে দেন। আহতরা হল বিল্লাল মিয়া, পাপাই রায়, জুটন দেবনাথ, দ্বীপ পাল, কাজল রানী দাস ও অমূল্য দেবনাথ। নিহত ব্যক্তির পরিচয় জানা যায় নি। এইদিকে দুর্ঘটনার পর সাময়িক সময়ের জন্য সাব্রুম-আগরতলা জতিয় সড়কে যান চলাচল স্তব্ধ হয়ে যায়। পরবর্তী সময় পুলিশ রাস্তা পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক করে।