Saturday, September 30, 2023
বাড়িরাজ্যজিবি হাসপাতালে রোগী নিয়ে মাঝ রাস্তায় আটকে পড়ল লিফট

জিবি হাসপাতালে রোগী নিয়ে মাঝ রাস্তায় আটকে পড়ল লিফট

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ আগস্ট : জিবি হাসপাতালের লিফটে আটকে পড়ে ভগান্তির শিকার বহু রোগীর পরিবার পরিজন। জিবি হাসপাতালে ইতিপূর্বেও এই ধরনের ঘটনা ঘটেছে। তারপরও হেল দোল নেই কর্তৃপক্ষর। ঘটনার বিবরণে জানা যায় এইদিন জিবি হাসপাতালের একটি লিফটে আচমকা আটকে পরে জিবি হাসপাতালে রোগী নিয়ে আসা বেশ কয়েকজন। রোগীর পরিবার পরিজনরা লিফটে আটকে পড়ার পর শুরু করেন চিৎকার চেঁচামেচি।

মুহূর্তের মধ্যে হাসপাতালে ছড়িয়ে পরে আতঙ্ক। শুরু হয় দৌড়ঝাপ। পরবর্তী সময় হাসপাতালে কর্মরত বেসরকারি নিরাপত্তারক্ষীরা লিফটে আটকে পরা রোগীর পরিবার পরিজনকে এক এক করে উদ্ধার করে নিচে নামিয়ে আনেন। লিফটে আটকে পরা এক ব্যক্তি জানান মোট ১৫ জন লোক লিফটে আটকে পড়েছিল। তবে কেউ অসুস্থ হয় নি। তবে বেশ কয়েকজন লোক আতঙ্কিত হয়ে পড়েছিলেন। ধারনা করা হচ্ছে ওভার লোডের কারনে আচমকা লিফট বিকল হয়ে গেছে। এদের অনেক রোগী এবং তাদের পরিবার পরিজন কেঁদে ভাসিয়েছে হাসপাতাল চত্বরে। এই ঘটনার পর চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে হাসপাতালে। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো হাসপাতালের উদ্বোধন কর্তৃপক্ষ ঘটনাস্থলে আসে নি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য