স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ আগস্ট : মেরা মাটি মেরা দেশ কর্মসূচির অঙ্গ হিসাবে বুধবার গোর্খাবস্তি রানীর পুকুর পাড়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা, বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্যী, প্রাক্তন বিধায়ক ডাক্তার দিলীপ দাস সহ আরো অন্যান্যরা।
অনুষ্ঠানের মুখ্যমন্ত্রী মহিলাদের ৭৫ টি প্রদীপ প্রজনন দেখে প্রশংসা করেন। তিনি বক্তব্য রেখে বলেন বর্তমান সরকার মানুষকে নিয়ে চলতে চায়। কারণ সংগঠিতভাবে উন্নয়ন সম্ভব। প্রধানমন্ত্রীর আহবানে এ বছর হর ঘর তিরঙ্গা কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। এই কর্মসূচি সফল হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী আরো বলেন, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়তে নেশা মুক্ত ত্রিপুরা এবং প্লাস্টিক মুক্ত ত্রিপুরা গড়ার প্রচেষ্টা চলছে। তিনি আরো বলেন এ সরকার গরিবের সরকার। বিগত সরকার গরীবের সরকার বললেও, কার্যত ক্ষেত্রে সেটা তারা করে দেখাতে পারত না বলে জানান মুখ্যমন্ত্রী। এদিন অনুষ্ঠান শুরু হয় রানীরপুকুর পাড়ে মহিলা সংগঠনের তরফে ৭৫ টি প্রদীপ জ্বালানোর মধ্য দিয়ে।