স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ আগস্ট : বিজেপি বিরোধী লড়াই যাতে দুর্বল না হয় তার জন্য কংগ্রেস রাজ্যের ২০ বক্সনগর এবং ২৩ ধনপুর বিধানসভা কেন্দ্রে বিরোধী দলকে সমর্থণ করবে। এবং বিজেপি বিরোধী লড়াইকে মান্যতা দিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এবং প্রদেশ কংগ্রেসের এই সিদ্ধান্ত আগামী দিন ইন্ডিয়া জোটকে শক্তিশালী করবে।
কেন্দ্রীয় নেতৃত্বের পরামর্শক্রমেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার সাংবাদিক সম্মেলন করে এ বিষয়ে ঘোষণা দেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। স্বাধীনতা দিবসের আগের দিন রাত একটা পর্যন্ত বিভিন্ন প্রস্তুতি নিয়ে অনুষ্ঠানের উপকরণ গুলি বাগমা ব্লক কংগ্রেস কার্যালয়ে রেখে যায় কংগ্রেস কর্মীরা। পরে শাসকদলের সন্ত্রাসীরা গিয়ে কংগ্রেস অফিসের তালা ভেঙে সমস্ত কিছু তছনছ করে আগুন লাগিয়ে দেয়। এবং জাতীয় পতাকা পুড়িয়ে দেয়। এটা সম্পূর্ণ একটা জঘন্যতম ঘটনা বলে নিন্দা জানায় প্রদেশ কংগ্রেস।
তিনি আরো বলেন গত কয়েক বছরে আরো বহুবার আক্রান্ত হয়েছে বাগমা কংগ্রেস কার্যালয়। বাগমা পুলিশ ফাঁড়ি থেকে কয়েকশো মিটার দূরে অবস্থিত এই তুলে কার্যালয়ের উপর এভাবে আক্রমণের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তিনি আরো বলেন এই ঘটনার পর থানায় মামলা দায়ের করা হলো এখন পর্যন্ত কোন ভূমিকা নেয় নি পুলিশ। এদিন আরো অভিযোগ তুলে বলেন মঙ্গলবার রাতেও আগরতলা কামারপুকুরপাড় স্থিত কংগ্রেস দলের নেতা রাধেশ্যাম সাহার গাড়িগুলি ভাঙচুর চালায়। এ বিষয় নিয়েও পূর্ব আগরতলা থানায় মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে রাজ্য পুলিশের মহা নির্দেশক কে একটি চিঠি দেওয়া হয়েছে। সাংবাদিক সম্মেলন করে তিনি আরো বলেন নিজের দেশের এবং রাজ্যের মানুষের বাক স্বাধীনতা থেকে শুরু করে সব ধরনের অধিকার কেড়ে নিচ্ছে শাসক দল বিজেপি। তিনি আরো বলেন উপনির্বাচন ঘোষণা হলো রাজ্যে গণতন্ত্রের পরিবেশ নেই। কতটা সুষ্ঠু নির্বাচন হবে তা নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি। এই পরিস্থিতির জন্য রাজ্য পুলিশের মহা নির্দেশকের হস্তক্ষেপ দাবি করা হচ্ছে।