Saturday, September 30, 2023
বাড়িরাজ্যঅ্যাম্বুলেন্স চালকের বুদ্ধিমত্তায় প্রাণ বাঁচল গর্ভবতী মহিলার

অ্যাম্বুলেন্স চালকের বুদ্ধিমত্তায় প্রাণ বাঁচল গর্ভবতী মহিলার

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ আগস্ট : গর্জি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে গর্ভবতী মহিলার প্রসব। অ্যাম্বুলেন্স চালকের বুদ্ধিমত্তার জন্য প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক প্রসব করাতে সফল হয়েছে। বর্তমানে উভয়ের অবস্থাই স্থিতিশীল।

ঘটনার বিবরণে জানা যায়, প্রসবের জন্য মহিলাকে বিলোনিয়া থেকে গোমতী জেলা হাসপাতালে নিয়ে আসার সময় অ্যাম্বুলেন্সের মধ্যেই অবস্থা সংকটজনক হয়ে পড়ে। তখন অ্যাম্বুলেন্স চালক বিষয়টি বুঝতে পেরে সাথে সাথে গর্জি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় রোগীকে। তারপর চিকিৎসক সাথে সাথে মহিলার প্রসব করেন। হাসপাতালে চিকিৎসক সপ্তদ্বীপ দাস জানান, রোগীকে গোমতী জেলা হাসপাতালে রেফার করার মত অবস্থা ছিল না। স্বাস্থ্যকর্মীদের সহযোগিতায় কঠিন চ্যালেঞ্জ হাতে নিয়ে সব ধরনের চিকিৎসার ব্যবস্থা করা হয়। যথারীতি দুইটি কন্যা সন্তানের জন্ম দেয় ভোর ছয়টা ১৫ মিনিটে নাগাদ। বর্তমানে সকলের অবস্থায় স্থিতিশীল।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য