স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ আগস্ট : আবারো গাড়ি ভাঙার ঘটনা শহরে পুনঃবৃত্তি হয়েছে। রাতের বেলায় নিরাপত্তা নিয়ে শহরের পুলিশি ব্যবস্থা প্রশ্নের মধ্যে। প্রায় প্রতি রাতে আগরতলা শহরে তাণ্ডব চালিয়ে যাচ্ছে দুস্কৃতিকারিরা। মঙ্গলবার রাতে রাজধানীর জয়গুরু কামারপুকুর এলাকায় বেশ কিছু গাড়ির গ্লাস ভেঙ্গে দেয় দুষ্কৃতিকারীরা।
বুধবার সকালে গাড়ির মালিকেরদের নজরে আসে এই ঘটনা। পরবর্তী সময় গাড়ির মালিকদের পক্ষ থেকে পূর্ব আগরতলা থানায় লিখিত মামলা দায়ের করা হয়। থানায় মামলা দায়ের হওয়ার পর পূর্ব আগরতলা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। এক পুলিশ অফিসার জানান ঘটনাস্থলের আশপাশে থাকা সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তিনি আশা ব্যক্ত করেন দুষ্কৃতিকারীদের শনাক্ত করা সম্ভব হবে। গত কয়েক বছর আগেও এ ধরনের ঘটনা লাগাতার সংগঠিত হয়েছিল শহরে। পরবর্তী সময়ে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এবারও শহরে পুলিশের টহলদারি মুখ থুবড়ে পড়ায় এ ধরনের ঘটনা বাড়ছে বলে মনে করছে অভিজ্ঞ মহল।