স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ আগস্ট : বিভিন্ন সমস্যায় জর্জরিত আগরতলা পুর নিগমের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। স্থানীয়দের কাছ থেকে লাগাতার অভিযোগ পেয়ে বুধবার মেয়র দীপক মজুমদার এলাকা পরিদর্শনে যান। বিধায়ক রতন চক্রবর্তী এবং কর্পোরেটর উত্তম ঘোষের সাথে গোটা এলাকা পরিদর্শন করেন মেয়র দীপক মজুমদার।
মেয়র এই গোটা এলাকার পরিদর্শনের পর নিজ মুখেই স্বীকার করেন এলাকায় বহু সমস্যা রয়েছে। এবং এই সমস্যাগুলো সমাধানের আশ্বাস দিয়ে বলেন, রাজ্য সরকার ও আগরতলা পুর নিগমের যৌথ উদ্যোগ রাজ্যের সার্বিক উন্নয়নের জন্য সঠিকভাবে কাজ করে চলছে। স্বচ্ছতার মাধ্যমে সরকার অর্থ ব্যয় করছে বলে উন্নয়ন কম সময়ে সম্ভব হচ্ছে। তিনি বলেন, ৯ নম্বর ওয়ার্ডের অন্তর্গত যাত্রাবাড়ী মরিয়ম নগর এলাকার রাস্তা, ড্রেইনের সমস্যা কিভাবে সমাধান করা যায় সে বিষয়ে উদ্যোগ গ্রহণ করা হবে। মেয়র দীপক মজুমদার বলেন, বাম পরিচালিত পুর নিগম এলাকায় কাজ করেনি। এবং পরিকল্পনা ছাড়াই কাজ করেছে তারা। যার ফলে বৃষ্টি হলে এলাকায় জল জমে। কিন্তু বর্তমান পুর নিগম কাজ করতে সংকল্পবদ্ধ। দ্রুত এলাকার সমস্যা সমাধান করে দেখাবে।