Sunday, October 1, 2023
বাড়িরাজ্যরাস্তার সংস্কারের দাবিতে খোয়াই - চাম্পাহওর সড়ক পথ অবরোধ, পরে প্রত্যাহার

রাস্তার সংস্কারের দাবিতে খোয়াই – চাম্পাহওর সড়ক পথ অবরোধ, পরে প্রত্যাহার

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ আগস্ট : খোয়াই জাম্বুরা গ্রামপঞ্চায়েতের ও পূর্ব গণকী এলাকার চলাচলের রাস্তাটি বছরের পর বছর ধরে সংস্কারের অভাবে বেহাল দশায় পরিণত হয়ে আছে। ফলে প্রতিদিন চলাচল করতে গিয়ে সমস্যায় পড়েছেন এলাকার মানুষজন। স্থানীয় প্রধান সুশান্ত দেবনাথ এবং প্রশাসনের কর্মকর্তাদের কাছে বারবার দাবি জানিয়েও রাস্তা সংস্কার হয় নি।

 জাম্বুরা গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষ বাধ্য হয়ে বুধবার সকাল নয়টায় খোয়াই – চাম্পাহাওর সড়ক অবরোধ করে জাম্বুরা এলাকায়। অবরোধের ফলে যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে। যাত্রী দুর্ভোগ চরম আকার ধারণ করে। গ্রাম পঞ্চায়েত প্রধান ও কর্তৃপক্ষ থেকে শুরু করে নেতৃত্বদের কাছেই এলাকাবাসীরা বারবার অতি প্রয়োজনীয় রাস্তা সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। আর স্থানীয়দের রাস্তার দুর্ভোগ পোহাতেই হচ্ছে। এহেন পরিস্থিতিতে তিথি বিরক্ত হয়ে রাস্তা সংস্কারের দাবিতে সংঘবদ্ধ ভাবে গ্রামবাসী পথ অবরোধ করে বলে জানায়।

 দীর্ঘ চার ঘণ্টা পথ অবরোধের পর ঘটনাস্থলে ছুটে যায় খোয়াই পূর্ত দপ্তরের জুনিয়ার ইঞ্জিনিয়ার সুকান্ত পাল। তিনি পথ অবরোধকারীদের সাথে কথা বলে আশ্বস্ত করেন আগামী ৭২ ঘণ্টার মধ্যে রাস্তাটি মেরামতের কাজ শুরু করে দেওয়া হবে। জুনিয়ার ইঞ্জিনিয়ার সুকান্ত পালের এই কথায় আশ্বস্ত হয়ে পথ অবরোধকারীরা দুপুর ১২ টা নাগাদ পথ অবরোধ মুক্ত করে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য