স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ আগস্ট : ২০ বক্সনগর এবং ২৩ ধনপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। বক্সনগর থেকে প্রার্থী হয়েছেন তফাজ্জল হোসেন এবং ধনপুরে প্রার্থী হয়েছেন বিন্দু দেবনাথ। দিল্লি থেকে সর্বভারতীয় বিজেপি মঙ্গলবার রাতের বেলা প্রার্থী তালিকার নাম ঘোষণা করেছে। যদিও দুটি মুখ নতুন।
জনগণের আস্হা ফেরাতে দুজন প্রার্থীকেই সেভাবে বেছে নিয়েছে দলের হাই কমান্ড। যদিও বহু জল্পনার কল্পনা ছিল প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্যকে প্রার্থী তালিকায় রাখতে পারে দল। কিন্তু তালিকায় সিলমোহর পরার পর দেখা গেছে নাম নেই রাজীব ভট্টাচার্যের। দলীয় সূত্রে খবর ধনপুর এবং বক্সনগর দুটি বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি শীর্ষ নেতৃত্ব দলের কার্যকর্তাদের ও স্থানীয় মানুষের দাবি অনুযায়ী দুজন প্রার্থীর নাম ঘোষণা করেছেন।
আগামী ১৭ আগস্ট দুজন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করবেন বলে দলীয় সূত্রে খবর। প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য এবং মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সহ অন্যান্য মন্ত্রীরা ইতিমধ্যে ঝাঁক বেধে দুটি বিধানসভা কেন্দ্রেই ঝাপাবে বলে জানা যায়। কারণ দুটি বিধানসভা কেন্দ্রে বাম দুর্গ, তাই দলের জন্য লড়াই অত্যন্ত কঠিন। বিশেষ করে ধনপুর বিধানসভা কেন্দ্রে যদি প্রতিমা ভৌমিকে সহযোগিতা না পায় দল তাহলে বিরোধীরা মাইলেজ পাবে। সুতরাং বিরোধীদের ঠেকাতে কৌশল বেঁধে নামতে হবে শাসক দলের জন্য।
না হলে কঠিন চ্যালেঞ্জের পড়ে বৈতরণী পার হওয়া অগ্নিপরীক্ষা হবে বলে মনে করছে রাজনৈতিক মহল। এবং বিশেষ করে দুটি বিধানসভা কেন্দ্রে বড় ফ্যাক্টর হবে রাজ্যের প্রধান বিরোধী দল তিপ্রা মথা। কারণ বিগত বিধানসভা নির্বাচনে মথা ধনপুর বিধানসভা কেন্দ্র থেকে আট হাজার ভোট এবং বক্সনগর বিধানসভায় কেন্দ্র থেকে পৌনে চার হাজার ভোট নিজেদের ঝুলিতে আনতে সফল হয়েছিল। প্রথমবার প্রার্থী দিয়ে দুটি বিধানসভা কেন্দ্রেরই জনজাতিদের বসে আনতে পেরেছিল মথা। তাই এবার মথাকে নিয়ে টানাটানি হচ্ছে বিরোধীদলের। তবে পিকচার ক্লিয়ার হতে নির্ভর করছে প্রদ্যোৎ কিশোর দেববর্মনের উপর। তিনি সীলমোহর দিলে ষ্পষ্ট হবে মাথা একা লড়াই করবে, নাকি বিরোধীদের সমর্থন করবে।